
Good Night Quotes in Bengali | 4500+ Good Night Wishes in Bengali
Before you rest your head, check out these Good Night Quotes in Bengali, শুভ রাত্রি to put you in the right place before you sleep. Here are the best 4500+ Good Night Wishes in Bengali that will surely put a smile on anyone who reads them.
Good Night Quotes in Bengali
নিশিরাতে আমি করতে এলাম চুরি,
ভয় করোনা ভুলেও মারবোনা বাড়ি।
অন্ধকার চারিদিকে রাত্রী নিঝুম,
আমি শুধু চুরি করবো তোমার রাতের ঘুম।
~শুভরাত্রী~
আজ তুমি ঝাল ঝাল স্বপ্ন দেখো,
কারণ রোজ মিষ্টি শরীরের জন্য ভালো নয়।
~শুভরাত্রী~

এক রাশ রাতের মিটিমিটি তারা,
sএক মুঠো জোস্নার আলো,
এক চিমটি আকাশের নীল।
সাথে দিলাম একটু ঝড়ো হাওয়া।
~শুভরাত্রী~
আজ আকাশে শুধুই লাখ তারার মেলা,
আজ রাতে করবো স্বপ্ন নিয়ে খেলা,
তুমি সাজিয়ে নিও স্বপ্নগুলো মনের মতো করে,
আমি ঘুমাতে গেলাম তোমায় শুভ রাত্রি বলে।
~শুভরাত্রী~

জোনাকি জ্বলে গভীর রাতে,
কথা বলি হওয়ার সাথে,
চাঁদকে বলি চুপটি করে,
যাও তুমি বন্ধু ঘরে,
গিয়ে তুমি বোলো তারে,
তাকে খুব মনে পরে।
~শুভরাত্রী~
Good Night Quotes in Bengali
মেঘলা আকাশ, বইছে বাতাস,
আবছা চাঁদের আলো, রাত হয়েছে,
ঘুমিয়ে পর, স্বপ্ন দেখো ভালো।
~শুভরাত্রি~

রাতে শুধু স্বপ্নে তোমাকে দেখতে চায়,
তাই ঘুমিয়ে পড়লাম।
~শুভরাত্রী~
সূর্য মামা অস্ত গেছে,
দিনের কোলাহল থিম গেছে।
পাখিরা সব নীড়ে ফিরে গেছে,
ফুলের সুবাশ শেষ হয়ে গেছে,
কিন্তু তোমাকে হয়নি বলা।
~ শুভ রাত্রী ~

আসবো রাতের স্বপ্ন হয়ে, থাকবো আমি কাছে,
খুলতেই চলে যাবো ভোরের আলোর দেশে,
দিয়ে যাবো কিছু স্মৃতি আজ এই রাতে,
শুভ রাত্রি জানায় ভালোবাসার সাথে ।
~শুভরাত্রী~
Good Night Quotes in Bengali
রাতের আকাশে শুধুই তারা,
ক্লান্ত পাখির ঘরে ফেরা,
প্রতিদিনের মতো আজও রাতে এস,
এম,এস এ গুডনাইট সারা।

ভালো থাকো বন্ধু তুমি, ভালো রাখো মন,
মন যদি চাই তবে করিও স্মরণ,
রাখো যদি বন্ধু আমায় তোমার মনে,
পাবে তবে আমায় খুঁজে তোমার স্বপনে।
Good Night Wishes in Bengali
নিভলো আলো, রাত্রি এলো, আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাসছে দেখো, বলছে থেকো ভালো,
রাত তো অনেক হলো, এবার ঘুমাতে যাও,
পাহারা দেবে এক ফালি চাঁদ, নিশ্চিন্তে ঘুমাও।
~শুভরাত্রী~

হারিয়ে যাও ঘুমের দেশে, স্বপ্নগুলা দেখছে এসে।
জড়িয়ে ধরো কোলের বালিশ, জানাও তোমার মিষ্টি নালিশ।
মনটা হটাৎ বলছে এসে, যাবে নাকি পরীর দেশে!
~শুভ রাত্রী~
সারাদিন অনেককেই দেখতে পায়,
কিন্তু রাতে শুধু তোমাকেই দেখতে চাই।
~শুভরাত্রী~

বলো তো কোন সে বীর গান গাই মারে তীর,
জানতাম পারবেনা, মশা মেরে ঘুমিয়ে পর।
~শুভরাত্রি~
লাগে যখন খুব একা, চাঁদ হয়ে দিবো দেখা,
মনটা যখন থাকবে খারাপ,
স্বপ্নে গিয়ে করবো আলাপ,
কষ্ট যখন মন আকাশে, তারা হয়ে জ্বলবো পশে।
~শুভ রাত্রী~

ফুলের পাঁপড়ি পাখনা মেলে ডাকছে তোমায় মিষ্টি হেসে,
উঁকি দিয়ে এল বলছে তোমায় রাত্রি এবার হলো,
আকাশ নীল পরীরা বলছে এবার ঘুমিয়ে পর।
Good Night Quotes in Bengali
রাতের বেলা চাঁদের আলো,
ঝিকিমিকি স্কাই,
তারারা সব টায়ার্ড হয়,
শুধুই তোলে হায়,
গোপন মনের অল উইশ,
দিলাম আমি লিখে,
ফুলের মনের অল উইশ
দিলাম আমি লিখে,
ফুলের মতো ড্রিম আসুক,
স্লীপি দুটি চোখে।
~শুভ রাত্রী ~

জোনাকি হল রাতের বাতি।
স্বপ্ন নাকি ঘুমের সাথি।
মন হল মায়াবী পাখি।
ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি।
তাই জানাই তোমায় ‘শুভ রাত্রি’।
তোমার জন্য রাত আমার ভোর হতে চায়,
sতোমার জন্য মন আমার পিছু ফিরে চায়।
তোমার জন্য দু এক ফোটা অঝোর শ্রাবন ঝরে।
সকাল বিকাল তোমার কথা ভীষণ মনে পরে।
~শুভ রাত্রী ~

জোসনা ভরা চাঁদের আলো, বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো, ঘুম আমায় জানিয়ে দিলো ।
~শুভরাত্রি~
শুভ রাত্রি
একটা দিন হারিয়ে গেলো রাত্রী আসবে বলে,
sএকটা পাখি ডাকছে আপন সুরে নীড়ে ফিরবে বলে।
একটা সূর্য হারিয়ে গেলো চাঁদ উঠবে বলে,
আমি আজ জেগে আছি তোমাকে শুভ রাত্রি বলবো বলে।
জানালার কাছে যাও দেখো,
কেও একজন তোমার হাসি মুখটা দেখবে বলে বসে আছে,
ভাবছো কি? ” চাঁদ ” কারণ ওকে আমি
তোমাকে গুড নাইট উইশ করতে পাঠিয়েছি।
Good Night Quotes in Bengali
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে,
মুঠোফোন তাই শান্ত,আমি রাত
জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত।
এই কথা যদি সে শুনতো ?
শুভ রাত্রি।
আকাশ এখানে অসীম নীলডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়।
ক্লান্ত দুপুর তোমাকে দাঁড়ায় এই দিগন্ত,
চোখের সীমানায় কি ডাকে নিঃশ্চুপ গভীর মায়ায়।
গুড নাইট।
আজ রাতে কি আসবো একটু রোমাঞ্চ করতে?
আজ মুড ভালো আছে,
শুধু কিছু মিষ্টি কামড় দিবো,
জলদি রিপ্লাই দাও, ইতি তোমার মশা।
Good Night Quotes in Bengali
আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভুলা মন,
মন চাইছে খুশি থাকুক আমার আপনজন।
নীল রঙের আকাশ এখন দেখা যাচ্ছে কালো,
আমি আছি বিন্দাস আর তোমরাও থেকো ভালো।
~গুড নাইট~
বলবো না তোমায় আজ, রাতের পাখি হতে,
বলবো না তোমায় আজ, স্বপ্ন ছায়ায় পদ্ম পাতায় ভাসতে।
তুমি কি শুনবে, আমি যা বলবো।
আমি শুধু বলবো তোমায় শুভ রাত্রী।
আজকের এই উত্তাল রাতে, আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে, মনকে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানায় শুভরাত্রী।
শুভ রাত্রি
যদি চাঁদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা।
তোমার বাড়ি যদি হতো কাছে,
আমি রোজ বলতে আসতাম একটি কথা।
~শুভরাত্রী~
রাত মানে পাখির আবার নীড়ে ফায়ার আসা,
রাত মানে চাঁদের আলোয় মিষ্টি
ভালোবাসা রাত মানে দীর্ঘ এক প্রতীক্ষার শেষ,
রাত মানে চোখের পাতায় স্বপ্নেরবেশ।
~শুভরাত্রী~
Good Night Message in Bengali
দেহের ভিতর মন আছে, মনের ভিতর তুমি আছো।
বন্ধু হয়ে তোমার বুকে থাকতে চাই আমি।
কি রাখতে পারবে আমায়?
যেমন করে আমি রেখেছি বন্ধু তোমায়।
স্বপ্ন মানে দিনের শেষ, স্বপ্ন মানে নেশা,
sস্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে থাকা আশা,
স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথের যাত্রী,
aস্বপ্ন মানে মিষ্টি ঘুমে জানায় শুভরাত্রী।
নতুন আলোর টানে,
sনতুন দিনে চলতে হবে
নতুন পথের যাত্রী,
ক্লান্ত কণ্ঠে তাইতো জানায়
তোমায় শুভ রাত্রী।
দিনের শেষে রাত্রি হলো
এবার বন্ধু ঘুমিয়ে পর,
ঘুমের দেশের পরশ মনি,
কাকে এখন ঘুম পারবি,
আমার বন্ধু একা আছে,
ঘুম আসছে না তোর চোখে,
তাকে গিয়ে ঘুম পারাবি
নইলে তোর সঙ্গে আড়ি।
রাত বলছে সে আমাকে ভীষণ ভালোবাসে,
তুমি স্বপ্ন দেখবে বলে দিনের শেষে এসে,
ঘুম পারবে বলে তোমায় মাথায় বুলিয়ে হাত,
এবার তবে ঘুমিয়ে পর জানায় শুভ রাত।
Good Night Quotes in Bengali
নীরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি,
মনে রেখো আমার এই বন্ধুর চিঠি,
বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিলো পারি,
এবার তবে ঘুমিয়ে পর না ঘুমালে পরী।
শুভরাত্রি।
দিন গেলো ফুরিয়ে, রাত আসছে দাঁড়িয়ে,
পড়াশুনা ছেড়ে চলো ঘুমিয়ে পড়ি এখন,
স্বপ্ন যেন দেখতে পারি মনের মতন।
~গুড নাইট~
কাজে কাজে দিন শেষ ডুবলো আলো আধার হলো,
ফুলগুলো সুবাশ হারালো,
চাদ মামা আলো দিলো তুমি
এখন ঘুমিয়ে পর `শুভরাত্রি`
হয়তো বা স্বপ্ন গুলো হারিয়ে যায় কখনো,
স্মৃতিগুলো মুছে যায়নি কখনো।
আমার এই সময় পেতে তাকে,
নিঃশব্দ এই রাত্রীতে।
~শুভরাত্রী~
রাতের তারা তাকিয়ে দেখো একা একা ভাসে,
সত্যিকারের বন্ধু পেলে মনে খুশি আসে,
রাত জাগা এক পাখি জানি আমার পথের যাত্রী।
সময় হলো তাইতো এবার জানায় শুভরাত্রী।
Good Night Bangla SMS
হালকা মেঘের পাখনা,
ভুলিয়ে দিয়ে ভাবনা,
একটি দুষ্ট চাঁদ জানায় তোমায়,
হচ্ছে গভীর রাত,
ওহে স্বপ্নের যাত্রী
জানায় তোমায় আমি মিষ্টি।
শুভ রাত্রি।
রাত শুধু আঁধার নয়, একটুখানি আলো,
রাত শুধু খারাপ নয়, স্বপ্নগুলো ভালো,
তাই ঘুমিয়ে পর, ভালো থেকো।
~শুভরাত্রি~
যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে,
কালো হয়ে যায় তুমি রঙিন থাকবে,
কারণ চোখ বন্ধ করলে তোমায়
রাজকন্যার মতো দেখায়।
~শুভরাত্রী~
রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা।
sরাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা।
রাত মানে চোখটি বুজে স্মৃতির মোড়ক খোলা।
aরাত মানে তোমাদের আমার শুভ রাত্রি বলা।
Good Night Quotes in Bengali
চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঝিপোকাও চুপ।
আমি তোমায় এখনো বন্ধু মিস করছি খুব।
রাতের আঁধার ঘন কালো, এবার যান ঘুমোতে চলো।
সবার চোখে ঘুম এখন নীরব রাত।
আমার চোখে ঘুম নেই কেন বলতে পারো?
কোনো সুখের আশায় আমার এই রাত জাগা,
কেন মন আজ দিশেহারা।
~গুড নাইট~
মেঘে মেঘে ঢেকে গেছে আকাশ,
একটু কোমল একটু উদাশ আজ প্রভাতের বাতাস।
আজ আছি, জানিনা থাকবো কিনা কাল।
হতে পারে তোমায় উইশ করার এইটাই শেষ রাত।
তাইতো জানায় শুভ রাত্রী তোমায় আজ।
Good Night Bengali image
মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি ।
তোমাকে জানাই
শুভ রাত্রি
জ্যোৎস্না ভরা চাঁদের আলো,
বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো,
ঘুম আমায় জানিয়ে দিলো ।
গুড নাইট
রাতের পাখিরা পাখনা মেলে, ডাকছে তোমায় মিষ্টি সুরে,
উঁকি দিয়ে চাঁদের আলো, বলছে তোমায় রাত্রি হলো,
আকাশ দেশের নীল পরিরা, বলছে এবার ঘুমিয়ে পড়।
শুভ রাত্রি
Good Night Quotes in Bengali
চোখ দুটি বুজে ফেলো অনেক হলো রাত,
কালকে আবার চোখ মেলে দেখবো সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে স্বপ্ন দেখো খুব,
অনেক রাত হলো এবার দাও ঘুম সাগরে ডুব ।
শুভ রাত্রি
সকাল গেলো দুপুর গেলো, বিকেল শেষে সন্ধ্যা গেলো,
এখন গভীর রাত্রি, বন্ধু বিদায় জানাই, জানাই শুভ রাত্রি,
গভীর ঘুমে স্বপ্ন লোকে, হয় যেন মিষ্টি,
নতুন প্রভাতের সন্নিকটে জানাই শুভ রাত্রি ।
শুভ রাত্রি, ভোরের
আলোয় ঘুম ভেসে যাও।
স্বপ্ন দেখুন, আশা করুন
এবং ভাবুন সবকিছু ঠিক হবে।
শুভ রাত্রি।
Read also Good Morning Wishes in Bengali
We hope have liked this শুভ রাত্রি, Good Night Quotes in Bengali, Good Night Wishes in Bengali. You may also want to see our Good Night Message in Hindi & Good Night Messages Marathi. You can also find us on Pinterest, Facebook & Instagram.