Birthday Wishes in Bengali | 1250+ Birthday Wishes in Bangla
Each birthday is a milestone so unique that it deserves a big celebration. Sending birthday greetings has become a necessary tradition these days. Browse our wonderful collection of unique Happy Birthday Wishes in Bengali with images & Birthday Wishes in Bangla. Celebrate Birthday in unique way.
Birthday Wishes in Bengali
আশা রাখি জীবনের আনন্দ যাত্রায়
কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না.
জন্মদিনের শুভেচ্ছা নিও।
~শুভ জন্মদিন~
দুঃখিত তোমার জীবন থেকে
আরো একটি বছর চলে গেল,
মৃত্যুর দিকে আরো একধাপ এগিয়ে গেলে।

বছর বছর আসে ফিরে শুভ জন্মদিন,
হাসি খুশির রঙিন ছোয়া গিফট এর দিন।
আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন।

আজ জন্মদিনে তোমার দিনটা প্রচুর মজা,
আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি।
Birthday Wishes in Bengali
এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে।
~শুভ জন্মদিন~

আর একটা বছর এসে গেলো,
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজ ও আছি,
তোমার জন্মদিনের সাথী।
~শুভ জন্মদিন~
মিষ্টি সোনা যেন ছোট্ট পড়ি,
জন্মদিনে বেশতো ভারী।
সুন্দর কাটুক সারাটাদিন।
মিষ্টি সোনার শুভ জন্মদিন।

জন্মদিনে কিবা দিবো তোমায় উপহার
বাংলায় নাও ভালোবাসা,
হিন্দিতে নাও পেয়ার।
~শুভ জন্মদিন~
Birthday Wishes in Bangla
আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে,
আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে।
জীবনে আরো উন্নতি, সৌভাগ্য,
ঐশ্বর্য আসুক এই কামনাই করি।
~শুভ জন্মদিন~

Birthday Wishes in Bangla
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,
মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,
দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,
অসীম সুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে।
~শুভ জন্মদিন~
সাগরের ঢেউ ফুলের সুগন্ধ,
রাতের তারারা সবাই জড়ো
হয়েছে তোকে একসাথে বলতে।
~শুভ জন্মদিন~

তোর জন্য ভালোবাসা, লক্ষ গোলাপ জুঁই,
হাজার লোকের লোকের ভিড়ে আমার,
থাকবি হৃদয়ে তুই।
~শুভ জন্মদিন~
Birthday Wishes in Bengali
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথা শুধু ভাবছি সারাদিন।
~শুভ জন্মদিন~

আজ তোমার জন্মদিন,
জীবন হোক তোমার রঙিন,
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ যেন না আসে কোনো দিন।
~শুভ জন্মদিন~
আরো একটি বছর করলে তুমি পার,
সুস্থ থাকো, ভালো থাকো,
এই কামনা করি বার বার।
~শুভ জন্মদিন~

আজকের এই দিনে আশা রাখি জীবনের আনন্দ
যাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না।
জন্মদিনের শুভেচ্ছা নিও।
Birthday Wishes in Bangla
এই বারেতে একটু খানি,
কাটিয়ে ঘুমের রেশ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
~শুভ জন্মদিন~

আমি কৃতজ্ঞ এই দিনের প্রতি,
কারন আজকের এই দিনেতে তুমি জন্মেছিলে,
এই দিনে আমি আমার জীবনের সবচেয়ে খুশি ছিলাম।
~শুভ জন্মদিন~
আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি,
কারন এই স্পেশাল দিনে সৃষ্টিকর্তা তোমাকে
পৃথিবীতে স্পেশাল করে আমার জন্য পাঠিয়েছে!

নতুন সকাল, নতুন দিন
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস!
~শুভ জন্মদিন~
Birthday Wish for Best Friend Bangla
সবাই ফুল দিয়ে উইশ করবে,
আমি না হয় হৃদয় দিয়ে করবো।
কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে,
আমি না হয় এস এম এস দিয়ে বললাম।

আজকের এই দিনে সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খ গুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে,
নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন।
মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি।
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমনি করে বন্ধু তোমার,
জীবন যেন সুখের সাগরে ভাসে।
Birthday Wishes in Bengali
জন্মদিনে শুভেচ্ছা নিও যদিও বিলম্বিত,
বার্থডে ট্রিট পেলে বৎস হবো বড় প্রীত।
~শুভ জন্মদিন~
জন্মদিন আসে যায়, সবাই আরো এক বছর বড় হয়ে যায়,
উপহার গুলো খোলা হয় ফেলে দেয়া হয়,
আমি চাই আমার এই শুভেচ্ছা আজীবন রয়ে যাই।
~শুভ জন্মদিন~
সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,
পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁচে থাকো হাজার বছর ধরে।
~শুভ জন্মদিন~
Birthday Wishes in Bangla
আমার জীবনের সেরা সময় তোমার
মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া
জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ।
আজ তোমার জন্মদিন, কি দেব বল উপহার?
হৃদয় ছাড়া দেবার মতো কিছু নেই তো আমার।
আজ জন্মদিন তোমার, এই গান দিলাম উপহার।
Birthday Wish for Girlfriend Bangla
স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক।
দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক।
জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য।
~শুভ জন্মদিন~
রাত যায় দিন আসে,
মাস যায় বছর আসে,
সবাই আশায় থাকে একটি সুদিনের,
আমি আশায় থাকি তোমার জন্মদিনের।
~শুভ জন্মদিন~
আজকের এই রাত তোমার জন্য ডেকে
আনুক সুখময় নতুন এক প্রভাত,
আজকের এই দিন তোমার জন্য হোক কষ্টহীন,
আজকের এই সময়টা সুধু তোমার জন্য
আর তো কারো নয় জানায় শুভ জন্মদিন,
তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন!
~শুভ জন্মদিন~
Birthday Wishes in Bangla
আসুক ফিরে এমন দিন
হোক না তোমার সব রঙিন
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে।
রাজার আছে অনেক ধন, আমার আছে সুন্দর মন,
পাখির আছে ছোট্ট বাসা, আমার মনে একটি আসা,
দিবো তোমায় ভালোবাসা।
~শুভ জন্মদিন~
দারুন দিনটায় জানাই অভিনন্দন,
চলার পথে সৌভাগ্যবান থেকো,
আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি,
আজ দিনটা ভালোভাবে উপভোগ করো।
~শুভ জন্মদিন~
Birthday Wishes in Bengali
যেদিন সূর্য উঠেনি, সেদিন ফুল ফোটেনি,
কারন জন্মদিন ছিল বলে।
দিনটা ছিল তোমার,আমার
মাঝে লুকিয়ে আছে সেই দিনটির স্মৃতি,
যা প্রতি বছর সাড়া জাগায় আমার মনে।
রাত পেরিয়ে আরেকটা দিন তাই তোমার জন্মদিন।
প্রকৃতি সেজেছে নতুন সাজে,
ফুল ফুটেছে রাশি আসি গাছে গাছে,
দোয়েল ময়না টিয়া ডাকছে আপন শুরে,
জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে।
Birthday Wishes for Friend in Bengali
আজ বাতাসে সুগন্ধিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে বাগানে,
আজ আমার প্রিয়ার জন্মদিন।
~শুভ জন্মদিন~
কারো স্যাটারডে প্রিয়দিন,
কারো সানডে,
আমার শুধু প্রিয় একটা দিন,
তোমার জন্মদিন।
আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক
নতুন নতুন সুখের আতিশয্যে.
আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক
খুশির নানান আভাস।
~শুভ জন্মদিন~
Birthday Wishes in Bengali
জন্মদিনের উষ্ণ অভিনন্দন
জানাই আমার জানা সুন্দর মানুষটিকে,
তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে,
অনেক ভালোবাসা রইলো তোমার জন্য!
তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনন্দ,
৫২ সপ্তাহ খুশি, ৩৬৫ দিন সাফল্য,
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য এবং ৫২৬০০ মিনিট সৌভাগ্য।
~শুভ জন্মদিন~
আল্লাহ আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার আমাদের জীবন!
এখন আমাদের ব্যবহার ও কর্মের উপর নির্ভর করছে
যে আমরা নিজেদেরকে ভালো থাকার উপহারটা দিতে চাই কিনা।
~শুভ জন্মদিন~
আল্লাহ করুন প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক,
জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক,
পরীক্ষা যেন আসুক তোমার জীবনে,
প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক!
~শুভ জন্মদিন~
Birthday Wishes in Bangla
জন্মদিনের শুভেচ্ছা, পৃথিবীর ভালোবাসা,
পৌঁছবে তোমার কাছে, আমার এই আশা,
এই কবিতা পরে তুমি হাসবে হয়তো,
কে বা জানে উদ্দেশ্য সফল হবে,
যদি এই মেসেজ একটু হাসি তোমার মুখে আনে।
মুছে দিও পুরোনো বেদনা, খুলে দিও মনেরই জানালা,
ভুলে যাও বেথার দিনগুলি, মুছে ফেলো চোখের পানি,
ঝরে যাক দুঃখ দুর্দশা, মনে জাগাও সব নতুন নতুন আশা।
~শুভ জন্মদিন~
Happy Birthday Wishes in Bengali
মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ গাছে গাছে,
স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে,
পাখির গান পরিবেশের মায়াবী এক দয়া,
পেয়েছে ওরা তোমার সবুজ জন্মদিনের ছোয়া।
~শুভ জন্মদিন~
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি !
কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে,
যার মতো ভালো বন্ধু ও মানুষ
আমি জীবনে কমই পেয়েছি।
~শুভ জন্মদিন~
Birthday Wishes in Bengali
খুশীর আকাশে পাল তুলে যেও চিরদিন
হাসি গানে শোধ হয়ে যাবে যত ঋণ
আলোর পরশে ভোর হয়ে এই রাত
কোনদিন চিঁড়ে দিওনা এই বন্ধুত্তের হাত
~শুভ জন্মদিন~
শুভ রজনী শুভ দিন
সামনে আসছে তোমার জন্মদিন
জন্মদিনে কি দেবো তোমায়,
এক তোড়া গোলাপ আর এক বুক
ভালোবাসা ছাড়া আর কিছু
নেই যে আমার !
গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলী,
শরতের গিতালী, হেমোন্তের মিতালী,
শীতের পিঠাফুলি, বসন্তের ফুলকলী,
এমনি করে ভরে থাক তোমার জীবনের দিনগুলি ।
~শুভ জন্মদিন~
সবাইতো ফুল দিয়ে উইশ করবে,
আমি না হয় হৃদয় দিয়ে করবো,
কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে,
আমি না হয় এসএমএস দিয়ে বললাম ।
~শুভ জন্মদিন~
Birthday Wishes in Bangla
আজ তোমার জন্মদিন ,কি দেবো বলো উপহার ?
হৃদয় ছাড়া দেবার মত কিছু নেই তো আমার ,
আজ জন্মদিনে তোমার, এই গান দিলাম উপহার ।
~শুভ জন্মদিন~
কোন রাজার সিংহাসন থেকে নয়
নয় কোন হিমালয়ের পাদদেশ থেকে
৭ সমুদ্র ১৩ নদীর অপার থেকে নয়
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই.
~শুভ জন্মদিন~
জন্মদিনে কি বা দেবো তোমায় উপহার
বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার.
~শুভ জন্মদিন~
We hope have liked this Birthday Wishes in Bengali & Birthday Wishes in Bangla. You may also want to see our Birthday Wishes in Hindi & Birthday Wishes in English Collection. You can also find us on Twitter, Facebook & Instagram.