Good Morning Wishes in Bengali

Find the best good morning wishes, image, message, quotes in bengali Share bengali good morning sms with your friends and family on Facebook, WhatsApp, Instagram or Pinterest.

🌺 bengali good morning wishes 🌺

বন্ধু তুমি মিষ্টি আলো সোনালী ভরা দিন,
s বন্ধু তুমি সুইটি সুইটি সফ্ট বেবি ক্রিম,
বন্ধু তুমি ঠান্ডা বাতাস তূষার ভরা হিম,
a বন্ধু তুমি ব্রেকফাস্ট এর পাউরুটি আর ডিম।
গুডমর্নিং

good morning bengali quotes

ভোর হলো দোর খোলো বন্ধু তুমি ওঠরে,
ওই দেখ তোমার মোবাইলে এস,এম,
এস টা এলোরে, তুলো মোবাইল খোলো চোখ এস,
এম,এস টা পররে, এস,এম,
এস টা বলছে শুভসকাল হলো রে।

bengali good morning sms

🌸 bengali good morning sms 🌸

আলো আঁধারের এ কি মিলন মেলা,
পাখিরা সব করছে খেলা,
এর বলছে তারা মিষ্টি সুরে,
শুভ হোক তোমার সারা বেলা
~শুভসকাল~

good morning image bengali

নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ,
নতুন আলো, মিষ্টি হাসি, দুষ্ট চোখ,
স্বপ্ন গুলো পূর্ণ হোক। আকাশে সূর্য,
নিচে আলো, দিনটি তোমার কাটুক ভালো।
~শুভ সকাল~

good morning wishes in bengali

🍀 good morning message in bengali 🍀

রাত গেলো ভোর হলো, সব তারা নিভে গেলো,
স্বপ্নগুলো দূরে গেলো,
শুরু হলো নতুন দিন সবাইকে জানাই
~শুভসকাল~

good morning message bangla

রাত পেরিয়ে হলো ভোর,
তোমার চোখে এখনো ঘুমের ঘোর,
উঠো বন্ধু উঠো, চোখটা মেলে দেখো,
কি অপূর্ব মিষ্টি সকাল, তোমাকে জানায়
~শুভসকাল~

good morning quotes in bengali

🔥 good morning quotes in bengali 🔥

আধার কেটে সকাল হলো, ঊষার আলো ছড়িয়ে গেলো।
সূর্য মামা মিষ্টি হেসে, সোনার কাঠি ছুঁয়ে গেলো।
ছোট্ট পাখি বললো এসে ওঠো বন্ধু প্রভাত হলো।

bengali good morning wishes

চাঁদের এল ফিরে এলো, তারা গুলি সব হারিয়ে গেলো,
সূর্য মামা উঠলো হেসে তাড়িয়ে দিলো রাত।
ভালোবেসে বন্ধু তোমায় জানায় সুপ্রভাত।

good morning bangla sms

🌸 bengali good morning sms 🌸

সূর্যের আলো ঘুম ভাঙালো, ভোরের পাখি গান শুনালো,
দূর আকাশের ঝাপসা আলো, কানে কানে বলে গেলো,
বন্ধু কি আছো ভালো? সকাল যে হয়ে গেলো।
~শুভসকাল~

good morning image in bengali

Bengali Love Quotes

🌺 good morning wishes in bengali 🌺

শুভ সকাল শান্ত মন তোমরা সবাই আছো কেমন?
রাত পোহালো ভোর হলো, আমি বন্ধু আছি ভালো,
ভালো থেকো সারাটাদিন, তোমাকে জানাই গুডমর্নিং।

তোমার জন্য জোসনা রাত, রূপালী চাঁদ,
তোমার জন্য তারার মেলা, মিষ্টি সকাল বেলা।
~শুভসকাল~

💦 good morning image in bengali 💦

হালকা সকাল মেঘলা আকাশ,
মৃদু মৃদু বইছে বাতাস,
চোখ খুলেছি তোমার টানে,
আমায় রেখো তোমার মনে,
কাটুক একটা ভাল দিন,
জানাই তোমায় গুড মর্নিং !

শিশির ভেজা দূর্বা ঘাসে,
শিশির কণা বলছে হেসে,
বিদায় নিয়েছে হিমেল রাত,
জানাই তোমায় শুভ রাত।

🌸 bengali good morning sms 🌸

রাতের আধার পেরিয়ে মিট মিট করে সূর্য
পাখির কণ্ঠে ভেসে আসছে মধুর গান
আলোয় ভোরে যায় গোটা দেশ
এমন একটা সময় তোমাকে জানাই
বন্ধু ভালোবাসার একটি মিষ্টি গোলাপ
~শুভ সকাল ~

গান শুনালো ভোরের পাখি,
এতক্ষণ কেউ ঘুমায় নাকি!
আমি তোমায় কত ডাকি;
এবার একটু খোল আঁখি।
কেটে গেল রাত্রিকাল,
তোমায় জানাই।.
~শুভ সকাল~

🍀 good morning message in bengali 🍀

সকালবেলা ঘুম ভাঙাল একটি পাখি এসে,
শুভ সকাল বলল আমায় মিষ্টি করে হেসে।
আমিতো আর পাখি নই বলব উড়ে উড়ে,
বলছি তাই শুভ সকাল এসএমএস করে।
~শুভ সকাল~

তোমার চোখটা একটু খুলে দেখো বলছি তোমায় ভালো থেকে,
সূর্য মামার মিষ্টি হাসি ফুল ফুটেছে রাশি রাশি,
শুভ হোক আজকের দিন, বলছি তোমায়!
~শুভ সকাল~

🔥 good morning quotes in bengali 🔥

অন্ধকারের শেষেই তো দিন নতুন করে সাজে,
ভোরের আলো উঠলো ফুটে সাদা মেঘের মাঝে,
নতুন করে শুরু হলো একটি নতুন দিন,
নতুন সাজে সাজিয়ে তোলো আজই শুভ দিন।
~শুভ সকাল~

রাতের বুকে মাথা রেখে, চাঁদ ঘুমায় মনের সুখে,
স্বপ্নের কোল ছেড়ে বন্ধু, ভোরে উঠো হাসি মুখে…
~ মিষ্টি সুপ্রভাত নিয়ে ~

Sad Love Quotes in Bengali

🌺 good morning wishes in bengali 🌺

ভোরের আকাশ ডাকছে তোমায়, ডাকছে ভোরের পাখি,
বলছি তোমায় জেগে উঠো, খোলো দুটি আঁখি,
ফুলের বাগান ডাকছে তোমায় বাড়িয়ে দুটি হাত,
আমিও তাই বলছি তোমায় মিষ্টি করে
~সুপ্রভাত~

পূব আকাশে হাসলো রবি ফুটলো নতুন আলো,
কোকিল ডাকে কুহূ কুহূ ঘুমের নেশা ছাড়ো,
স্নিগ্ধ ভোর স্বপ্ন সকাল বিদায় নিলো রাত,
এস.এম.এস. জানিয়ে দিলাম তোমায় মিষ্টি সুপ্রভাত।

🌸 bengali good morning sms 🌸

নীল আকাশের মেঘের ভেলায় দীঘির জলে ফুলের মেলায়,
সবুজ ঘাসের শিশির কণায় প্রজাপতির রঙিন ডানায়,
একটা কথা তোমায় জানায় শুভ সকাল।

💦 good morning image in bengali 💦

গুড মর্নিং জান
দিনের শুরুতে বুক ভরা ভালোবাসা নিও,
অন্তরের অনন্ত প্রেম নিও, মনের মায়া নিও,
বিনিময়ে এই পাগলটাকে সারাদিন একটু ভালোবাসা দিও।

🍀 good morning message in bengali 🍀

সকাল বেলার পাখি আমি ফুলের বাগানে থাকি,
ঘুম থেকে জাগিয়ে দিতে মিষ্টি শুরে ডাকি,
ভালো থেকো সারারাত ও দিন, তোমাকে জানাই
~সুপ্রভাত~

জেগেছে পাখি গাইছে গান, নুতন দিনের আহবান,
s জেগেছে সুর্য দিচ্ছে আলো, দিনটা তোমার কাটুক ভালো,
জেগেছে মাজি তুলচে পাল, সবাইকে জানাই শুভ সকাল.

🔥 good morning quotes in bengali 🔥

সূর্যের আলোয় ঘুম ভাঙালো
ভোরের পাখি গান শুনালো
দূর আকাশের ঝাপসা আলো
কানে কানে বলে গেলো
সকাল যে হয়ে এলো
তোমরা সবাই আছো ভালো ।
‘শুভ সকাল’

শুনে যাও ভোরের পাখি,
একটা কথা বলে রাখি,
আছে এক বন্ধু আমার,
মনে পরে সকাল বিকাল,
কিভাবে যে কাটলো রাত,
জানাই তাকে ‘সুপ্রভাত’

🌸 bengali good morning wishes 🌸

ভোরের প্রথম আলো যেমন সুন্দর।
s ভোরের হাওয়া যেমন স্নিগ্ধ।
ভোরের পাখির ডাক যেমন মধুর।
তেমনি সুন্দর হোক তোমার জীবন।
“শুপ্রভাত”

Birthday Wishes in Bengali

🌺 good morning wishes in bengali 🌺

শিশির ভেজা দুর্বা ঘাসে,
শিশির কনা বলছে হেসে।
বিদায় নিয়েছে হিমেল রাত,
জানাই তোমাদের সুপ্রভাত।

🔥 good morning quotes in bengali 🔥

সবাই কে জানাই শীতের সকালের
কুয়াশা বেজা শীতল শুভেচছা ।
শুভ সকাল

🍀 good morning message in bengali 🍀

সূখের জন্য স্বপ্ন দুঃখের জন্য হাসি,
দিনের জন্য আলো চাঁদের জন্য নিশি,
মনের জন্য “আশা”,
তোমার জন্য রহিলো আমার “ভালোবাসা”
শুভ সকাল।

টিপ টিপ বৃষ্টির টুপ টুপ শব্দ,
ঝিরি ঝিরি বাতাসের মৃধু মৃধু গন্ধ।
মিটি মিটি তারাদের লুকো-চুরি খেলা,
এই নিয়ে ভালো থেকো সারা বেলা
শুভ সকাল

🌸 bengali good morning sms 🌸

বৃষ্টির মাঝে সকাল সাঝে,
মেঘের শব্দ কানেতে বাজে।
তোমার সৃতি বুকের মাঝে,
মনের ভেতর ঘন্টা বাজে।
তাই জীবন কাটাবো প্রেমহিন,
ভবিষ্যৎ হবে রঙিন ।
আবার এলো সেই বৃষ্টির দিন,
সবাইকে জানাই গুড মর্নিং।

ফুল হয়ে যদি থাকো আমার বাগানে।
যত্ন করে রাখবো তোমায় আমারি মনে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল।
রোজ সকালে বলবো তোমায়
“শুভ সকাল”

🔥 good morning quotes in bengali 🔥

সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা।
s সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা।
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা।
a সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা।
শুভ সকাল।

উঠে গেছে সূর্য, উঠেছে আলো
আজকের দিনটা তোমার কাটুক ভালো
রাতের আধার চলে গেছে
নতুন একটা দিন পরে আছে.

🌸 bengali good morning wishes 🌸

ভোরের বেলায় পাখির খেলায় সূর্য হেসে উকি দেয়
দিন ফুটিয়ে আলো করে, রাতের আধার কেরে নেয়
ভোরের বেলা সূর্য ঠাকুর আমায় বলে হায়
এমন করে আলো দিয়ে সুপ্রভাত জানায়.

রাত গড়ালো দিন পোহালো, আলো করে আসলো
সকাল বেলায় জাগিয়ে আমায় ভালো বসলো
সকাল বেলায় ঘুম ভাঙিয়ে রাখলো আলোর হাত
ভালোবেসে জানাই আমি তোমায় সুপ্রভাত.

🌸 bengali good morning sms 🌸

Good Morning Quotes in English

🌺 good morning wishes in bengali 🌺

ভোরের পাখি ডেকে ডেকে বলে আমার কানে
সকাল হলেই ঘুম ভাঙবে নতুন দিনের টানে
তোমায় আমি তুলবো এখন আমার SMS এ
ঝট ফাটিয়ে উঠে পরো সকাল হয়ে গেছে.

নতুন দিনে নতুন মন নতুন নতুন আসা
রাত পোহালে আসবে আবার নতুন ভালোবাসা
রাত পোহালো সকাল হলো ফোনে বাজে রিং
মিষ্টি হেসে জানাই তোমায়.

🌸 bengali good morning sms 🌸

অন্ধ্রকার রাত চলে গেছে
নতুন সকাল সামনে আছে
আসলো সকাল গেলো রাত
আমি তোমায় জানাই সুপ্রভাত.

সারাদিন দিনের আলো পাশে রবে
শুভ সকাল তোমায় বলতে হবে
আজকের রাত কেটে গেছে
নতুন দিনের নতুন সকাল এসে গেছে.

💦 good morning image in bengali 💦

রাত কাটবে দিন আসবে
সূর্য ঠাকুর তোমায় ভালোবাসবে
রাত কেটে গেছে দিন এসে গেছে
আমায় দিয়ে তোমায় Good Morning জানিয়েছে.

থাকবো নাকো অন্ধকারে থাকবো নাকো একা
সূর্য ঠাকুর ঘুম ভাঙিয়ে দিলো আমায় দেখা
অন্ধকার কাটলো দিন পোহালো এবার চোখ খোলো
নতুন করে আবার একটা নতুন সকাল হলো
শুভো সকাল

🌺 good morning wishes in bengali 🌺

আলো তে হয়ে যাক তোমার জীবন রঙিন
তার সাথে আমি জানাই তোমায় শুভ দিন
সামনে তোমার আছে এবার নতুন একটা দিন
ভালো থাকো সারাজীবন, ভালো হোক প্রতিদিন.

ভোরের বেলা ধীরে ধীরে চলে মৃদু হওয়া
নতুন দিনে আছে অনেক নতুন কিছু পাওয়া
হওয়ার বেগে তোমায় আমি জানাই শুভ সকাল
থাকবো পাশে তোমার সাথে সকাল ও বিকাল.

🔥 good morning quotes in bengali 🔥

ভোরের পর রাত পোহালো, পাখির ডাকে ঘুম ভাঙলো
সূর্য ঠাকুর রাত কাটিয়ে ভোরের আলো নিয়ে আসলো
ফুল গাছেতে ফুল ফুটেছে ভাসসে কতো গন্ধ
আসা করি দিনটা তোমার ভালো কাটবে কটবেনা মন্দ.

আকাশে উড়ে বেড়ায় লাল নীল পাখির ঝাঁক
সকাল বেলা সূর্য ঠাকুর দিচ্ছে তোমায় ডাক
হচ্ছে শুরু হেসে খেলে নতুন একটা দিন
সবার প্রথমে জানাই আমি তোমায়.

💦 good morning image in bengali 💦

Good Morning Message in Hindi

🌺 good morning wishes in bengali 🌺

ভোরের বেলায় মৃদু হওয়ায় দিন টা ভালো হয়
সবুজ পাখি উড়ে এসে আমার কানে কয়
সূর্য ঠাকুর ভেসে উঠুক
সবার দিন টা ভালো কাটুক.

ভোরের বেলার মেঘলা আকাশ
বইছে হওয়া মৃদু বাতাস
বাতাসের গানে ঘুম ভাঙলো
সূর্যের আলোয় নতুন সকাল আসলো.

🌼 good morning bangla sms 🌼

সারা রাত সপ্ন দেখে।কত ছবি মন আকেঁ।
এমনসময় সপ্নের রাজা।
আমার বলে দিল টাটা।
মা এসে দিল ডাকি।খুলতে হল দুটি আখিঁ।
জেগে দেখি নাই রাত।
তাই বলি শুপ্রভাত

প্রতিদিন সকালে তোমার কাছে দুটো পথখোলা আছে !
ঘুমটা চালিয়ে যাওয়া স্বপ্নদেখতে
দেখতে অথবা জেগে উঠে স্বপ্নটারপিছনে দৌড়ানো !
তোমার মর্জি কোনপথে যাবে ! সুপ্রভাত

🍀 good morning message in bengali 🍀

সকাল নিস্তব্ধ, সকাল শান্ত , সকাল সুন্দর ..
কিন্তু সকাল অপূর্ণ থাকবে যদি না
তোমাকে সুপ্রভাত জানাই..
সুন্দর সকালের শুভেচ্ছা

আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা,
আর তোমাদের জন্য রইলো “শুভ কামনা”.

🔥 good morning quotes in bengali 🔥

বৃষ্টির মাজে সকাল সাজে, মেঘের শবদ্দ খানেতে বাজে।
তোমার স্রিতি বুকের মাজে, মনের ভিতর ঘন্টা বাজে।
তাই জীবন কাটাবো প্রেমহিন, ভবিষ্যৎ হবে রংগিন।
আবার এল সেই বৃষ্টির দিন, সাবাইকে জানাই গুড মর্নিং।

সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,
s সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা,
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত।
আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।

🍀 good morning message in bengali 🍀

সকাল বেলার সোনালী আঁলো,
আজ মনটা অনেক ভালো,
কিচির মিচির ডাকছে পাখিঁ,
খুলে দেখো দুটি আঁখি,
শুভ হোক আজকের দিন,
জানাই তোমায় শুভ সকাল

সূর্য মামা উকি দিলো ।
পাখিরা সব উড়াল দিলো ।
শহরে গাড়ির হর্ণের আওয়াজ বেড়ে গেলো ।
আমার ঘুমটি ভেঙ্গে গেলো ।
তোমাদের জানায় শুভ সকাল ।

💦 good morning image in bengali 💦

Good Morning Message in Marathi

🍀 good morning message bangla 🍀

সূর্য মামা উকি দিলো ।
পাখিরা সব উড়াল দিলো ।
শহরে গাড়ির হর্ণের আওয়াজ বেড়ে গেলো ।
আমার ঘুমটি ভেঙ্গে গেলো ।
তোমাদের জানায় শুভ সকাল ।

শীতের সকালে, কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে।
যদি ঘুম ভাঙে তোমার, মনে করবে প্রথ্ম
গুড মর্নিং উইশ টা ছিল শুধু আমার। শুভ সকাল ।

🌸 bengali good morning sms 🌸

আসব রাতে স্বপ্ন হয়ে,, থাকব আমি কাছে…
চোঁখ খুলতেই চলে যাব,, ভোরের আলোর দেশে…
দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে
শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে।

ভোরের প্রথম সোনালি আলো, স্বপ্ন গুলো জাগিয়ে গেল।
শিশির ভেজা ঘাসের পাতায়, তোমার হাতের আলতো ছোঁয়ায়।
ফুটলো সকাল কাটলো রাত তোমাকে জানাই শুভ প্রভাত।

🔥 good morning quotes in bengali 🔥

গান শোনাল ভোরের পাখি, এখনও কেউ ঘুমাও নাকি?
আমি তোমায় কত ডাকি, এবার একটু খোল আঁখি…
কেটে গেল রাত্রি কাল, তোমায় জানাই শুভ সকাল।

আজ সকালে ঘুম ভাঙল, একটি পাখির ডাকে।
উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে।
প্রকৃতির চার পাশে উঠে গেছে আলো।
ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভাল। সুপ্রভাত।

🍀 good morning message in bengali 🍀

জীবন সাজাও স্বপ্ন দিয়ে, মন সাজাও মন দিয়ে।
রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে,
সকাল সাজাও গুড মর্নিং বলে, হ্যাপি গুড ডে টু ইউ।

স্বপ্ন দেখার প্রহর শেষে, ফিরল পরি ঘুমের দেশে।
কাল মেঘের আড়াল থেকে সুর্য দিল দেখা।
তাকিয়ে দেখ ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা। শুপ্রভাত।

☀️ good morning image bengali ☀️

তাকিয়ে দেখ পুব আকাশে সুর্য মামা হাসে।
সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে।
দরজা খোল সকাল হলো ফুরিয়ে গেছে রাত।
তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত।

রাতের আধার পালিয়ে গেল সূর্য মামার ভয়ে।
পাখি গুলো গান গাইল তুমি উঠবে বলে।
আকাশ ভরা রুপালি আলো।
আজকের সকাল টা তোমার কাটুক ভাল। শুভ সকাল।

💦 good morning image in bengali 💦

Good Night Quotes in English

🌺 good morning wishes in bengali 🌺

সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা।
s সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা।
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা।
a সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা। শুভ সকাল।

নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ, নতুন আলো,
মিষ্টি হাসি, দুষ্ট চোখ, স্বপ্ন গুলো পূরণ হোক,
আকাশে সুর্য, দিচ্ছে আলো,
দিনটি তোমার কাটুক ভাল। শুভ প্রভাত।

🌸 bengali good morning sms 🌸

ফুল হয়ে যদি থাক আমার বাগানে,
যতন করে রাখব তোমায় আমার মনেরি ঘরে।
ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল,
রোজ সকালে বলব আমি তোমায় শুভ সকাল।

আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে,
হিম-হিম শীতে শরীরটা কাপছে।
রিমঝিম হৃদয় টা উদাস কেন হচ্ছে।
কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে।

💦 good morning image in bengali 💦

স্বপ্ন ঘেরা একটা রাত শেষ হয়ে গেল।
সূর্য মামার আগমনে ভোর যে হল।
কোকিল এর কুহু ডাকে ঘুম যে ভাঙ্গল ।
আমার এই এস এম এস
তোমায় শুভ সকাল যে বলল। শুভ সকাল।

💦 good morning bengali quotes 💦

অপরূপ এই শিশির ভোরে,
সবাই আছে অনেক দূরে।
কোকিল ডাকে কুহু কুহু…
মনটা করে উহু উহু। নয়তো দুপুর,
নয়তো বিকাল সবাইকে জানাই শুভ সকাল।

🔥 good morning quotes in bengali 🔥

নিশি যখন ভোর হবে, সুখ তাঁরা গুলো নিভে যাবে।
আসবে একটা নতুন দিন। দিন টা হোক অমলিন।
শুভ হোক তোমার প্রতিদিন। শুভ সকাল।

নীল আকাশের মেঘের ভেলায়,
দিঘির জলে ফুলের মেলায়।
সবুজ ঘাসের শিশির কনায়,
প্রজাপতির রঙিন ডানায়,
একটা কথা তোমায় জানাই। সুপ্রভাত।

🍀 good morning message in bengali 🍀

চোখটা একটু খুলে দেখ, বলছি তোমায় ভাল থেকো ।
সূর্য মামার মিষ্টি হাসি, ফুল ফুটেছে রাশি রাশি।
শুভ হোক আজকের দিন, বলছি তোমায় গুড মর্নিং।

শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল,
তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল।
কিচির মিচির করে ডাকছে পাখি,
বন্ধু তুমি এবার খোল দুটি আঁখি। শুভ সকাল।

💦 good morning image in bengali 💦

Good Night Message in Hindi

🌺 good morning wishes in bengali 🌺

দিন যায় দিন আসে, কেউ দুরে কেউ কাছে,
কারও মন এলোমেলো, কারও মন খুব ভাল,
রাত গেল দিন এল, নতুন সুর্য দেখা দিল। শুভ সকাল।

সকাল বেলা ঘুম ভাঙাল একটি পাখি এসে,
শুভ সকাল বলল আমায় মিষ্টি করে হেসে।
আমিতো আর পাখি নয় বলব উড়ে উড়ে,
বলছি তাই শুভ সকাল এস এম এস করে। শুভ সকাল।

🌸 bengali good morning sms 🌸

আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে,
আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে,
আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে।
তাইতো তোমায় আমি জানাই শুভ সকাল।

🌸 shuvo sokal 🌸

মৃদু হাওয়া, শীতল পরিবেশ চিক চিক করে শিশির,
পাখির কলতানে চারিদিক মাতোয়ারা।
শুধু তুমি নেই পাশে বন্ধু আমার। শুভ সকাল।

🔥 good morning quotes in bengali 🔥

সকালের রোদ তুমি বিকেলের ছায়া,
গোধূলির রং তুমি মেঘের মায়া।
ভোরের শিশির তুমি জোছনার আলো,
আমি চাই তুমি থাক সব সময় ভাল। শুভ সকাল।

সকাল বেলার সোনালী আলো, আজ মনটা অনেক ভালো,
কিচির মিচির ডাকছে পাখিঁ, খুলে দেখো দুটি আঁখি,
শুভ হোক আজকের দিন, জানাই তোমায় গুড মনিং

💦 good morning image in bengali 💦

কেয়া হয়ে যদি থাক আমার বাগানে।
যত্ন করে রাখব তোমায় আমারি মনে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল।
রোজ সকালে বলব তোমায় , শুভ সকাল.

রাতে জোসনা, দিনে আলো,
কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল,
কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো।
আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। “শুভ সকাল”

🍀 good morning message in bengali 🍀

ভোরের মিষ্টি রোদের আলোয় মিসকল দিও।
কান্ত দুপুরে মনে পরলে এসএমএস করো।
গভীর নিঝুম রাতে যদি ভয় লাগে,
তবে ফোন কর ভূতের গল্প শুনাবো কেমন।

সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,
s সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা।
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত।
আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।

🍀 good morning message in bengali 🍀

Good Night Message in Marathi

🌺 good morning wishes in bengali 🌺

ঘুম ঘুম রাত শেষে, সূর্য আবার উঠলো হেসে।
ফুটলো আবার ভোরের আলো। দিনটা সবার কাটুক ভালো।
শুরু হল নতুন দিন, জানাই এইবার “গুড মরনিং”

🌻 bangla good morning image 🌻

মেঘলা আকাশ শীতল বাতাস, মেঘে ঢাকা মন।
সবাই কে জানাই বৃষ্টি ভেজা,
সকালের অভিনন্দন. শুভ সকাল

💦 good morning image in bengali 💦

শীতের শীতল ছোয়ায়,
সোনালি রোদের মিষ্টি আলোয়,
মন বলে সবাই আছ তো ভাল?
ভাল থাকার ইচ্ছা জানাই তোমাদের,
শুভেচছা…শুভ সকাল।

রাত গেল ঘুমে ঘুমে,হয়ে গেল ভোর।
ঘুম থেকে ঊঠে পড়, খুলে দাউ ডোর।
মনটা রাখ হাসি খুশি, আজ সারা দিন,
মন থেকে বলছি তোমায়,গুড মর্নিং

🌸 bengali good morning sms 🌸

জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহ্বান ।
s জেগেছে সুর্য দিবে আলো, দিনটা তোমার কাটুক ভালো ।
জেগেছে মাঝি তুলবে পাল, সবাইকে জানাই শুভ সকাল

কেয়া হয়ে যদি থাকো আমার বাগানে
যত্ন করে রাখবো তোমায় আমারি মনে ।
ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল ।
রোজ সকালে বলব তোমায় “শুভ সকাল”.

🍀 good morning message in bengali 🍀

বৃষ্টির মাঝে সকাল সাজে, মেঘের শব্দ কানেতে বাজে ।
তোমার স্মৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে ।
তাই জীবন কাটাবো প্রেমহীন, ভবিষ্যৎ হবে রংগিন ।
আবার এল সেই বৃষ্টির দিন, সাবাইকে জানাই গুড মর্নিং.

ভোর হল দোর খুল খুকুমনি ওঠরে,
ওই ডাকে জুঁই সাকে ফুলখুকি ছুটরে ।
আলসে নয় সে ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদ ভাই টিপ দেয় কপালে

🌸 good morning pic in bengali 🌸

সবাইকে জানাই কনকনে শীতে শুভ্র ধুমায়িত
কুহেলিকায় সিক্ত এক ভোরের শুভেচ্ছা…
শুভ সকাল

সকালে ওঠে আমি মনে মনে বলি,
সারা দিন যেন তোমায় মিস করি।
সকালে ওঠে আম একা একা চলি,
সারা দিন তোমার কথা স্মরন করি। শুভ সকাল.

Free Download HeloPlus App

🌺 good morning wishes in bengali 🌺

রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো?
গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো।
আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। “শুভ সকাল”

আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে,
আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে,
আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে।
তাইতো তোমায় আমি জানাই শুভ সকাল।

🌸 bengali good morning sms 🌸

সকাল বেলা ঘুম ভাঙাল একটি পাখি এসে,
শুভ সকাল বলল আমায় মিষ্টি করে হেসে।
আমিতো আর পাখি নয় বলব উড়ে উড়ে,
বলছি তাই শুভ সকাল এস এম এস করে। শুভ সকাল।

সুখের জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”,
দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”,
মনের জন্য “আশা”,
তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”..শুভ সকাল।

💦 good morning image in bengali 💦

অপরুপ এই নিরব ভোরে,
তুমি আছো অনেক দূরে.পাখি ডাকে মধুর সুরে,
মনটা যেন হাওয়ায় উরে.নয়তো দুপুর,
নয়তো বিকাল,তোমাকে জানাই “শুভ সকাল”

💦 shuvo sokal image 💦

মেঘ বলেছে যাব যাব
রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে
আমিতো আর নাই
শুভ সকাল ..

🔥 good morning quotes in bengali 🔥

ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,
সূর্যি মামা উঠছে আবার নতুন কিছুর টানে,
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,
মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এই এসএমএসে, শুভ সকাল

রাত্রি কেটে গেল নতুন আলোর ছোঁয়ায়,
নতুন আলোয় সাজল নতুন দিন,
সেই খুশিতে তোমায় জানাই,
শুভ সকাল !

🍀 good morning message in bengali 🍀

দুবলা ঘাসের ডগায় জমে থাকা এক ফোটা
শিশিরবিন্দু স্পর্শে ভোরে উঠুক তোমার প্রতিটি সকাল।
শুভ সকাল

কেয়া হয়ে যদি থাক আমার বাগানে।
যত্ন করে রাখব তোমায় আমারি মনে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল।
রোজ সকালে বলব তোমায় ,
“শুভ সকাল”

🔥 good morning quotes in bengali 🔥

Free Download HeloPlus App

🌺 good morning wishes in bengali 🌺

ভোরের প্রথম সোনালি আলো, স্বপ্ন গুলো জাগিয়ে গেল।
শিশির ভেজা ঘাসের পাতায়, তোমার হাতের আলতো ছোঁয়ায়।
ফুটলো সকাল কাটলো রাত , তোমাকে জানাই শুপ্রভাত।

শীতের সকালে, কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আলোতে।
যদি ঘুম ভাঙে তোমার,
মনে করবে প্রথম ‘গুড মর্নিং’ উইশটা ছিল শুধু আমার।

🌸 bengali good morning sms 🌸

নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ, নতুন আলো,
মিষ্টি হাসি, দুষ্ট চোখ, স্বপ্ন গুলো পূরণ হোক,
আকাশে সুর্য, নিচ্ছে আলো, দিনটি তোমার কাটুক ভাল।

ফুল হয়ে যদি থাক আমার বাগানে,
যতন করে রাখব তোমায় আমার মনেরি ঘরে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল,
রোজ সকালে বলব আমি তোমায় শুভ সকাল।

🍀 good morning in bengali 🍀

সুখের জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”,
দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”,
মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”

নতুন দিন শুরু হল, মনটা আমার ভালো হলো।
সূর্য মামা উঁকি দিল, পাখিরা সব উড়ে গেল।
মা আমাকে বকা দিল, তাইতো আমার ঘুম ভাংলো ।

💦 good morning image in bengali 💦

চোখটা একটু খুলে দেখ, বলছি তোমায় ভাল থেকো ।
সূর্য মামার মিষ্টি হাসি, ফুল ফুটেছে রাশি রাশি।
শুভ হোক আজ্কের দিন, বলছি তোমায় গুড মর্নিং।

শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি,
আছে এক বন্ধু আমার, মনে পড়ে সকাল বিকাল,
কিভাবে যে কাটল রাত, জানাই তাকে ‘সুপ্রভাত’

🍀 good morning message in bengali 🍀

আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে,
আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে,
আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে।
তাইতো তোমায় আমি জানাই শুভ সকাল।

সূর্য মামার কিরণে আঁধার গেল পালিয়ে। ভোরের শিশির ফোটায়,
ফুল উঠল জেগে। ওঠ তুমি মেল আঁখি। সকাল তোমার নিকটবর্তী।
অতীত কে পিছনে ফেলে সাজাও তোমার সকাল খানি।

🌺 good morning wishes in bengali 🌺

জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহবান,
s জেগেছে সুর্য দিবে আলো, দিনটা তোমার কাটুক ভাল,
a জেগেছে মাঝি তুলবে পাল, সবাইকে জানাই শুভ সকাল.

☀️ Suprovat Wishes in Bengali ☀️

ফুল হয়ে যদি থাক আমার বাগানে,
যতন করে রাখব তোমায় আমার মনেরি ঘরে।
ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল,
রোজ সকালে বলব আমি তোমায় শুভ সকাল

💦 good morning image in bengali 💦

নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ, নতুন আলো,
মিষ্টি হাসি, দুষ্ট চোখ, স্বপ্ন গুলো পূরণ হোক,
আকাশে সুর্য, নিচ্ছে আলো, দিনটি তোমার কাটুক ভাল। শুভ প্রভাত।

রাতের আধার পালিয়ে গেল সূর্য মামার ভয়ে।
পাখি গুলো গান গাইল তুমি উঠবে বলে।
আকাশ ভরা রুপালি আলো।
আজকের সকাল টা তোমার কাটুক ভাল। শুভ সকাল।

🌸 bengali good morning sms 🌸

স্বপ্ন দেখার প্রহর শেষে, ফিরল পরি ঘুমের দেশে।
কাল মেঘের আরাল থেকে সুর্য দিল দেখা।
তাকিয়ে দেখ ভোরের আলোয় নতুন স্বপ্ন লিখা। শুপ্রভাত।

জীবন সাজাও স্বপ্ন দিয়ে, মন সাজাও মন দিয়ে।
রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে,
সকাল সাজাও গুড মর্নিং বলে, হ্যাপি গুড ডে টু ইউ।

🍀 good morning message in bengali 🍀

আজ সকালে ঘুম ভাঙল, একটি পাখির ডাকে।
উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে।
প্রকৃতির চার পাশে উঠে গেছে আলো।
ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভাল। সুপ্রভাত।

 

Leave a Reply