bengali love quotes

Bengali Love Quotes | 4500+ Love Quotes Bangla

Here are some of the most beautiful Bengali Love Quotes, Love Quotes Bangla, Love Status Bengali, Love Caption in Bengali to help you express how you feel. We have brought Romantic Love Quotes in Bengali for you .. so that you do not hesitate to say in front of your love.

Bengali Love Quotes

আমি চাঁদ চাইনা, সে উঠবে রাতে।
s আমি রাত চাইনা, সে হারাবে প্রভাতে।
আমি ফুল চাইনা, সে ঝরবে দিনের শেষে।
চাই একটা সুন্দর মন,
যা কখনো ভুলবেন না আমাকে।

তোমার একটা পিকচার দাও না,
আমার সন্তানদের দেখাতে চাই
তাদের মা ১৮ বছরে কেমন ছিল!

bengali love quotes

যদি তুমি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো,
যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা, তেমনি আমি তোমার উপমা!

তুমি চাঁদ নও তবে চাঁদের আলো,
s তুমি ফুল নও তবে ফুলের সৌরভ,
তুমি নদী নও তবে নদীর ঢেউ,
s তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ।

love quotes in bengali

চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও
ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি
তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে
না ঠিক তেমনই করে, আমার ভালোবাসা বুঝে না।

Bengali Love Quotes

প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না।
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না
পরলে জীবনকে অনুভব করা যায় না ।

love quotes bangla

বড় ইচ্ছা হয় তোমাকে সাথে
নিয়ে ১ দিন পূর্ণিমার চাদ দেখবো।
সেদিন চাঁদকে বলবো। চাঁদ দেখ
আমার মনের মানুষটি তোমার চেয়ে কত সুন্দর।

তোমায় নিয়ে স্বপ্ন আমার,
তোমায় নিয়ে যত আশা,
তোমাকে দিলাম আমার হৃদয় ভরা ভালোবাসা।

love caption bangla

খুব নিশিতে কষ্ট হলে, মাথা রেখ চাঁদের কোলে,
তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে।
কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে।

Bengali Love Quotes

প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়,
যার ফলে ছেলেদের বেশী কষ্ট পেতে হয়।

romantic love quotes in bengali

একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না,
বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে।

Romantic Love Quotes in Bengali

যখন ঘুম আসে, তখন স্বপ্ন আসে,
যখন স্বপ্ন আসে, তখন আসে,
এর যখন আসো তখন ঘুম আসে না।

love caption in bengali

তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি।
s তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে।
তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।

Bengali Love Quotes

আমি যেন বলি আর তুমি যেন শোন,
জীবন জীবনে তার শেষ নেই কোন।
দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি
আলো হয়, মেঘ হয় কথা যাই বলি।

rabindranath tagore love quotes in bengali

যদি জোনাকি হতাম উড়ে যেতাম তোমার কাছে,
মিট মিট করে জোলতাম তোমার চারপাশে।
নীরবে বসতাম তোমার পাশে,
এর বলতাম আই লাভ ইউ।

শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে,
হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন” বুঝেনিও
আমি আছি তোমার পাশে সারাক্ষন।

love status bangla

কষ্ট হলে গভীর রাতে
মাথা রেখো চাঁদের কোলে।
বেশি কষ্ট হলে চোখ রেখো তারার চোখে।
কষ্ট রেখো না বুকের মাঝে,
পাঠিয়ে দিও আমার কাছে।

Bengali Love Quotes

এক মুঠো মিষ্টি রোদ ,
এক গুচ্ছ গোলাপ, কিছু স্বপ্ন,
শিশুর কোমলতা আর আমার হৃদয়
রাঙানো ভালোবাসা দিলাম তোমায়।

love quotes for him in bengali

বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক!
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি,
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!

সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে
বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে
বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর
কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।

love quotes for her in bengali

হৃদয়ের ক্যানভাসে তোমারি রং দিয়ে আঁকা
এক ছবি, সেই ছবিটি বলে শুধু তোমায় ভালোবাসি।

কেন যেন তোমার কথা আজও মনে পরে,
ভালোবাসার কাব্য লিখি বন্ধু তোমার চোখে,
একবার যদি আসতি ফিরে আমার মনের তীরে,
আমার শুন্য মনে বাধিতাম বাসা তোমায় ঘিরে।

love quotes in bengali for girlfriend

Love Quotes Bangla

দেখো চাঁদের দিকে;
কত যে কষ্ট তাঁর বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জ্যোৎস্না হারায়
তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে
কারণ সে আকাশ কে ভালবাসে

প্রদীপ জ্বালিয়ে রেখো, আঁধার কেটে যাবে।
চোখ বুজে থেকো, স্বপ্ন দেখতে পাবে।মন
খুলে রেখো,সুখ উড়ে আসবে।হৃদয় দিয়ে ডেকো,
তোমার মাঝে আমায় খুঁজে পাবে।

love quotes in bengali for boyfriend

একটা আকাশে অনেক তারা,
একটা জীবনে দুঃখ ভরা,
অনেক রকম প্রেমের ভুল,
ভুলের জন্য জীবন দিবো,
তবু আমি তোমারি রবো।

Bengali Love Quotes

বৃষ্টির জন্য বসে আছি;
বৃষ্টির পখ চেয়ে আছি।
আজ বৃষ্টি নামবে।
আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নামবে আজ।
আকাশে মেঘ, বাতাসে স্তব্ধতা।
আমার আকাঙ্খা বৃষ্টি হয়ে তুমি আসবে.

স্বপ্নের আসে যাই, তবু কিছু থেকে যাই।
ভালোবাসা আসে যাই, কিছু মনে থেকে যাই।
কত কথা আসে যাই,কিছু কথা গেঁথে যাই।
কিছু দিন থেকে যাই, জীবনে না ভুলে যাই।,
স্মৃতির পাতায় কড়া নেড়ে যাই।

তিনটি শব্দ, আটটি অক্ষর,
দুইটি স্পেস,পাঁচটি ভাওয়েল,
একটি আবেগ, অনেক অর্থ,
একটি শান্তির কথা – I LOVE U

সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে।
জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে।
মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে।
ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।

Love Quotes Bangla

তুমি সুখী হলে এই আমি দূরে রব।
ভেবোনা না মিসে বিরহ চিরদিন দু:খ পাব।
হৃদয় কতনা রঙয়ের স্বপ্ন দেখে যায়।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে যদি নামে অকারন শ্রাবণ
ভেবে নেবে সব কিছু ভাগ্যের লিখন।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে আমি আর যাব না।

আমি দেখিনিতো প্রিয়ার চোখের নীরব অভিমান,
দেখলে পরে চোখের জলে করতাম সূর্যস্নান।
আমি দেখেছি শুধু প্রিয়ার চোঁখে আলো আঁধারের খেলা,
তা দেখেই মোর ভালোবাসা নিয়ে যাই গোধূলীবেলা।

Love Caption in Bengali

যতই দেখি ভালো লাগে, চোখ সরে না।
আমার থেকে দূরে গেলে মন মানে না।
এত ভালোবাসি তোমায়, তুমি বুঝ না।

তুমি সুন্দর তাই মন ভরে তোমায় দেখি
তুমি অপূর্ব তাই দুচোখ দিয়ে তাকিয়ে থাকি
আর তাই তোমাকে আমি অনেক ভালোবাসি
আর তুমি আসবে সেই অপেক্ষায় সারাদিন পথ চেয়ে থাকি ।

তোমার চোখ বন্ধ করতো ,
কি অন্ধকার দেখে পাও? তোমাকে ছাড়া
এই রকম এ আমার জীবন। আই লাভ ইউ।

ভালোবাসা নীরব, বলে না কথা।
s ভালোবাসা নিঃস্ব, গভীর তার ব্যাকুলতা।
ভালোবাসা কখনও হয় অভিমানী,
স্মৃতির পাতায় বৃষ্টি হয়ে ঝরে চোখের পানি।

Bengali Love Quotes

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোড দিবো আনলিমিটেড ভালোবাসা.

কাউকে আবেগের ভালোবাসা দিওনা,
মনের ভালোবাসা দিও !
কারন আবেগের ভালোবাসা একদিন
বিবেকের কাছে হেরে যাবে আর মনের
ভালোবাসা চিরদিন থেকে যাবে।

হতে পার তুমি মন থেকে দুরে তথাপি
রয়েছো মোর নয়নপুরে,
হয়তো তুমি নেই এই হৃদয়ে তবুও রয়েছো
পরশেরই ভিতরে।
কারণ ভালবাসি শুধুই তোমারে।

তুমি আমার দুঃখের ভেলায় সুখের পরশবুলি।
s তুমি আমার নিঝুম রাতের একাকিত্বের সাথী।
তুমি আমার জীবনের সকাল সুখের আশা।
তোমাকে নিয়েই আমার জীবনের পথ চলা।

Love Quotes Bangla

যদি বলো আমার মনে পড়ে কতবার ?
আমি বলবো চোখের পাপড়ি নড়ে যতবার ।
যদি বলো আমায় ভালোবাসো কতো ?
আমি বলবো ওই আকাশে তাঁরা আছে যত ।

ভালোবাসা জিনিসটা কোনওদিন বেধে রাখতে নেই,
খোলা আকাশে ছেড়ে দিতে হয়,
যাতে সে অনেকটা পথ ধরে নিজেকে মেলে ধরতে পারে।

এস.এম.এস. হয়ে থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে রিংটোন হয়ে বাজবো।
আমি মিষ্টি মধুর শুরে কখন
ভেবোনা আমি তোমার থেকে দূরে,
কাজল হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে।

Love Status in Bengali

আজ বসন্তের ফুলের মাঝে খুঁজি তোমার ছায়া,
কোন বাঁধনে বাধলে তুমি এ কোন জাদু মায়া।
আজ তোমার পেইন নয়ন ভোরে রইবো শুধু আমি চেয়ে,
তুমি আমার প্রথম দেখা শেষ বিকেলের মেয়ে।

ভালবাসা মানে আবেগ দ্বারা
নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল শুধু মাত্র ভালবাসার মানুষের
সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।

টিপ্ টিপ্ বৃষ্টি পরে, তোমার কথা মনে পরে,
এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে,
এ প্রাণ শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবা বলে।
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে,
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে।

Bengali Love Quotes

নদী খোঁজে সাগর, আকাশ খোঁজে চাঁদ
অন্তর খোঁজে ভালোবাসা, বাড়িয়ে দুটি হাত
কষ্ট খোঁজে দুক্ষ,সুখ খোঁজে হাসি-
আর আমার মন বলে সারাক্ষন তোমায় ভালোবাসি ।

আমি যদি পারি তোমার জন্য কাঁদতে,
তুমি কি পারবে আমার জন হাসতে।?
আমি যদি আমার আপন মানুষদের ছেড়ে আসতে পারি,
তুমি কি পারবে আমাকে আপন করে নিয়ে ভালোবাসতে?

হৃদয় খুলে সপে দিলাম তোর ই চরণে
ইচ্ছা হলে আগলে রাখিস হৃদয় গহীনে,
অনিচ্ছাতে ছুড়ে ফেলিস তোর বাগানে।

তোমায় ভেবে হয় যে আমার প্রতিটি দিনের সূচনা
তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের জসনা ।
ভালোবাসার সাগর তুমি আমি অবুঝ মোহনা
তুমি ছাড়া মনের কথা কেউ তো আর বুঝে না ।

ভালোবাসি তোমায় আমি বুঝাবো কি করে,
শুধু জানি তোমায় ছাড়া যাবো আমি মরে।
গাছের পরান মাটি আর আমার পরান তুমি,
তোমার জন্য পৃথিবীতে জন্ম নিলাম আমি।

Love Quotes Bangla

তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জুরা কানের দুলে
রোদ মাখানো সকাল জমে
তুমি আমায় বাস ভালো!

অল্প, অল্প মেঘ থেকে,
হালকা, হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট, ছোট্ট গল্প থেকে,
ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে, মাঝে ফোন করলে,
সম্পর্কটা মিষ্টি হয় ।

Love Caption Bangla

স্বপ্ন আমার নীল আকাশে উড়ে,
আজ গান বেধেছি তোমার দেয়ায় সূরে ,
জানি আমি, তুমি এখন অনেক খানি দূরে,
তবুও তুমি আছো আমার হৃদয় জুড়ে।

ভালোবেসে অনেকেই ভালোবাসা পায় না,
ভালোবাসি বললেই ভালোবাসা যায় না,
ভালোবেসে ভালোবাসা কয় জনে পায় ?
তবুও তো সকলেই ভালোবাসা চায়।

ভালোবাসা এসো ঘুমিয়ে পড় হে
আমার নিকটে এসে
আমি জানি আমি তোমার প্রেমের জোয়ারে
গিয়েছি ভেসে

Bengali Love Quotes

ভুলিনি তো আমি তোমার মুখে হাসি,
আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি।
আসো আবারো কাছে হাতটা ধরে পাশে,
তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে।

কখনো তোমাকে ভুলে যেতে পারবো না,
s কখনো তোমাকে কষ্ট দিতে পারবো না,
কখনো তোমাকে হারাবো সেটা ও ভাবতে পারিনা,
কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি।
~আই লাভ ইউ~

মেঘের হাতে আঁকতে চাইতে
পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছে অনেক দূরে
হাতে অনেক কাজ,
বৃষ্টি তুমি একটিবার জানিয়ে দিও তাকে,
বন্ধু তোমার পাশে আছে হাজার কাজের ফাঁকে!

অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি,
সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লিখা,
অপুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষায় থাকা ।

দুঃখ আছে মনে মনে,
বলবো আমি কার সোনা,
সোনার মতো মানুষ নাই,
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা,
বলবো আমি মনের কথা!

ভালোবাসায় কোনো শর্ত থাকতে নেই।
শর্ত থাকলে ব‍্যাপারটা গণিতের মতো হয়ে যায়।
আমি কখনও আশা করিনি যে
তোকেও আমাকে ভালবাসতে হবে।
আমি শুধু একবার বলতে চাই।
আমি ভালোবাসি তোকে।

Love Quotes Bangla

অনেক পার্থনা করে পেয়েছি তোমায়,
অনেক যত্ন করে রেখেছি তোমায়,
তোমাকে ভুলার কথা ভাবতেই পারি না,
কারন ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়।

মনে পরে তোমাকে,
যখন থাকি নিরবে।
ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে,
স্বপ্ন দেখি তোমাকে,
চোখের প্রতিটি পলকে।
আপন ভাবি তোমাকে নিশ্বাসে ও বিশ্বাসে।

Husband Wife Love Quotes in Bengali

অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই ।

আমিতো তোমার কাছে দামি, যে আমাকে পাওয়ার
অপেক্ষা করে.আমিতো তার কাছে মূল্যবান,
যে আমাকে বুঝার চেষ্টা করে। আমি তাকেই ভালোবাসি,
যে হাজার কষ্টের মাঝেও আমাকে মনে রাখে।

ঝরে যাওয়ার ভয়ে কি ফুল ফুটবেনা?
ছিড়ে যাওয়ার ভয়ে কি মালা গাঁথবেনা?
ভেঙে যাওয়ার ভয়ে কি স্বপ্ন দেখবেনা ?
কষ্ট পাওয়ার ভয়ে কি ভালোবাসবেনা?

অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো,
যতদিন বেঁছে থাকি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নেবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।

Bengali Love Quotes

ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা তো যায়না হীরা মুক্ত দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।

অভিমান রাগ একমাত্র তার উপরেই করা যায়,
যাকে সবচেয়ে বেশী ভালোবাসা যায় ।

ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,
তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস,
জান আমার জান,তুমি আমার প্রাণের মাঝে প্রাণ।

মায়া ভরা ও দুটি চোখে ভালোবাসার কাব্য
লিখে যাই আমি সারা রাত জেগে।
কি সুন্দর তোমার মুখের হাসি,
তাই আমি তাকে আমার চেয়ে বেশি ভালোবাসি।

কাউকে আপন করতে ভয় হয়,
যদি সে ভুল বুঝে দূরে চলে যায়,
কাউকে দূরে সরাতে আর ও ভয় হয়,
যদি সে দূরে গিয়ে অন্য কারো হয়ে যায়।

Love Quotes Bangla

আজ হটাত বৃষ্টি এলো ভিজে গেলো মন,
ভিজে গেলো সপ্নগুলো, ভিজলো চোখের কোন ।
বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশ, সৃতি কাড়ে মন,
হোক না বৃষ্টি অন্তরেতে হোক না সারাক্ষন ।

কেউ কি হবে আমার জোসনা রাতের চাঁদ?
s কেউ কি হবে আমার বসন্তের প্রভাত?
কেউ কি হবে আমার রঙিন প্রজাপতি?
a কেউ কি হবে আমার চলার পথের সাথী?

Rabindranath Tagore Love Quotes in Bengali

তোমায় যদি পাইনা এ জীবনের তোরে,
আজীবন যাবে মরে আঁধারে আঁধারে,
আলো তুমি মোর নয়নের মাঝে,
অন্তরের মানুষ তুমি এই প্রেমের
দুনিয়াতে আশা তুমি মোর জীবনের তরে,
ভালোবাসার ঘর বানাবো তোমার মনের মাঝে।

জীবনে ভালোবাসা আসার পূর্বে হাজার বছর একা থাকা যায়।
কিন্তু ভালোবাসার পর এক মুহুর্ত একা থাকা যায় না আর
ভালোবাসার মানুষটি কিছু সময়ের জন্য কাছে না থাকলে
মন টা কেমন বেকুল হয়ে থাকে তাকে কাছে
পাওয়ার জন্য হইতোবা এটাই বাস্তবতা…

মহান কোন উপহার পাওয়া যায় না কোন দোকানে,
পাওয়া যায় না কোন গাছের নিচে,
সেটা পাওয়া শুধু সত্যিকারের ভালবাসার মানুষের মনে।

Bengali Love Quotes

তুমি যদি ৮০ বছর বাঁচো,
তবে ৭২০ টা পূর্ণিমা পাবে,
১৬০ টি ঈদ পাবে,
৮০ তা জন্মদিন পাবে,
২/৩ টি সূর্যগ্রহণ পাবে কিন্তু
আমার মতো প্রেমিক একটাই পাবে।

গতকাল রাতে তোমার কাছে একটা পরী
পাঠিয়েছিলাম যাতে তোমার দেখাশুনা করে,
কিন্তু সেটা জলদি ফিরে আসে,
কারণ এক পরী কখনো আরেক পরীকে
দেখাশুনা করে না, আই লাভ ইউ পরী।

আঁধার ঘরের বাতি চাঁদের ওই হাসি,
আমার থেকে তোমায় আমি অনেক ভালোবাসি।
জোসনা রাতের তারা মনের আকাশের চাদ,
আমায় ভালোবাস দিবা নিশি রাত।

এই পথে আছি মোর দুজন দুজনের হাত ধরে,
সময়ের টানে যেও নাকো কখনো আমায় ভুলে,
যোবনের চেয়ে বেশি তোমায় ভালোবেসেছি মন উজাড় করে,
যদি তুমি কখোনো যাও আমায় ভুলে যেদিন আমি যাবো গো মরে।

Love Quotes Bangla

স্বপ্ন দিয়ে আঁকি আমি সুখের সীমানা।
হৃদয় দিয়ে খুজি আমি মনের ঠিকানা।
ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে,
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে।

মাঝে মাঝে মনে হয় তুমি আমার সব,
তোমাকে না দেখলেই কষ্ট হয় অনুভব,
স্বপ্ন বুনি রাশি রাশি তোমায় নিয়ে দিবা নিশি,
তুমি ছাড়া জীবন আমার ভাবা অসম্ভব।

Love Status in Bangla

হাজার তারা চাই না আমি, একটা চাদ চাই।
s হাজার ফুল চাইনা আমি, একটা গল্প চাই।
হাজার জনম চাইনা, একটা জনম চাই।
সেই জনমে যেন তোমায় আমি পাই।

কাওকে আপন করতে বেশি ভয় হয়,
যদি সে ভুল বুঝে দূরে চলে যাই,
কাওকে দূরে রাখতে ভয় হয়,
যদি সে আমায় ভুলে অন্য কারও হয়ে যায়।

স্বপ্নের শুরু তোমাকে দিয়ে,
ভালো লাগার প্রথম মুহূর্ত গুলো তোমাকে নিয়ে।
নিঃশব্দ রাট কাটে তোমার কথা ভেবে,
তাই হয়তো এ মনের সব ভালোবাসা তোমায় ঘিরে।

Bengali Love Quotes

তুমি আমার মন আকাশে উড়ে চলা পাখি,
s তুমি আমার মোবাইল ফোনের তিনশো টাকার কার্ড,
তুমি আমার ফুলদানিতে শুভাশিত ফুল,
a তুমি আমার জীবনে বেঁচে থাকার মূল।

শান্ত নদীর ঢেউয়ের মাঝে, মনটা শুধু তোমায় খুঁজে।
বসে আছি তাই নদীর তীরে,
কত যে স্বপ্ন তোমায় ঘিরে,
শুধুই আমার হবে সবসময় পাশে রবে।

পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা,
সবই তোমায় দেব, একটাই আশা,
তুমি ভুলে যেয়ো না আমাকে,
আমি ভালোবাসি তোমাকে।

যদি মন কাঁদে আমি আসবো বর্ষা হয়ে,
s যদি মন হাসে আমি আসবো চাঁদ হয়ে।
যদি মন ওড়ে আমি আসবো পাখি হয়ে,
a যদি মন খোঁজে আমি আসবো, খুঁজে দেখো না।

হৃদয় এর ভাষা বুঝে বড় দেয়,
ভুল করে কেউ প্রেমে পড়ে যায়,
যদিও এই কথা মিথ্যা নয়,
ভালোলাগা শেষে ভালোবাসা হয়।
তবুও ভালোলাগা আর ভালোবাসা এক নয়।

Love Quotes Bangla

মেঘের হাতে একটা চিঠি পাঠিয়ে দিলাম আজ
বন্ধু আছে অনেক দূরে সঙ্গে হাজার কাজ বৃষ্টি,
একটি বার জানিয়ে দিও তাকে বন্ধু
তোমার পাশে আছি হাজার কাজের ফাঁকে।

তুমি শুনতে চাওনি আমার কোনো কথা,
তুমি বুঝতে চাওনি আমার এ ব্যাকুলতা।
অপেক্ষায় থাকা হৃদয়ের কথা তুমি কখনো
বুঝোনি, ভালোবাসার নীল আকাশে তুমি কভু ফেরোনি,
আসলেই তুমি কোন দিন আমায় ভালোবাসোনি।

Bengali Caption for Love

শুধু আকাশের সুখ তারা,
রাতের আকাশে জোসনা হয়ে দেও আমায় পাহারা।
ভোরের স্নিগ্ধ মাতাল হাওয়া যার
স্পর্শে আমি হয়ে যায় দিশেহারা।

ভালোবাসা মানে ভালো লাগা নয়,
ভালো লাগলেই কাউকে ভালোবেসোনা।
কারণ ভালোলাগা হয় আকর্ষণ থেকে,
আর ভালোবাসা স্বর্গ থেকে।

তোমার এক চোখে রোদের আকাশ ,
অন্য চোখে ছায়া, তোমার জন্য বুকের ভিতর ঝরছে শুধু মায়া,
হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি,
আমার চেয়ে তোমায় আমি বেশি ভালোবাসি।

Bengali Love Quotes

যত দূরে যাওনা কেন, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দিবো, দিবো তোমায় হাসি,
হৃদয় থেকে বলছি, তোমায় অনেক ভালোবাসি।

হারিয়ে গেছে অনেক কিছু
সকাল থেকে রাত,
হারিয়ে গেছে পাশাপাশি
আঁকড়ে ধরা হাত,
হারিয়ে গেছে প্রথম প্রেমে
টুকরো হওয়া মন,
চলতে চলতে হারিয়ে গেছে
বন্ধু কত জন!

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনো স্বপ্ন নেই
তুমি ছাড়া, আমার দুচোখ কিছু
খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু
ভাবতে পারিনা তোমায় ছাড়া,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া।

যদি তুমি চাদ চাও আকাশ থেকে এনে দেব,
s যদি তুমি রং চাও তাহলে রংধনু এনে দেব,
যদি বন্ধু চাও তাহলে জীবন দিয়া দেব.
আর যদি ভুলে যাও পিঠের চামড়া তাহলে পিঠের
চামড়া তুলে দিবো, তবুও তোমায় ভালোবেসে যাবো।

Love Quotes Bangla

তোমার কথা তোমার হাসি অনেক বেশি ভালোবাসি,
তোমার যাওয়া তোমার আসা মনে জাগে ভালোবাসা,
তুমি যদি থাকো পাশে মনে হয় যেন সব আছে,
তাই চাই তোমার ভালোবাসা একদিন না, দিনের পর দিন।

এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন,
জানিনা যে এই জীবনে কে হবে আপন,
মনের মত চাই তারে চাই তার মন,
হবে কি তুমি আমার কাছের একজন।

Love Shayari in Bengali

এলোমেলো হয় হোক না তবু আমার এই জীবন
তোমার ওই চোখের অশ্রূতে করেছি আমি আত্মসমর্পণ,
শুধু তুমি আমায় ভালোবাসো অল্প কিছুটাক্ষণ।

এই পৃথিবীর বুকে যদি তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে,
প্লিজ সেদিন আমাকে একটু খবর দিও,
তোমাকে হাসি মুখে একটি নজর দেখে সারা জীবনের
জন্য তোমার চোখের আড়াল হয়ে যাবো, কথা দিলাম।

মন ছুটে যায় দূর অজানায় কোন ইচ্ছায়
কোথায় হারায় কিছু বুঝি না তবু হাসি
ভালোবাসি, থাকি আর না থাকি পাশাপাশি।

চেয়ে দেখো চাঁদের দিকে, কত কষ্ট তার বুকে।
কখনো মেঘে ঢেকে যাই, কখনো আঁধারে হারায়।
তবু সবকিছু ভুলে হাসে,
কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে।

Bengali Love Quotes

মেঘলা মনের নীল সাগরে উথাল পাতাল ঢেউ।
হৃদয় নীড়ে দিচ্ছে দোলা ভালোবাসে না কেও।
রাত তাকে ডাকে আমায় কাছে আসে না।
স্বপ্নের মাঝে খুঁজি তারে ধরা দেয় না।

তোমার জন্য রইলো আমার স্বপ্নে ভেজা ঘুম।
একলা থাকা শান্ত দুপুর, রাত্রি নিঝুম,
তোমার জন্য রইলো আমার দুষ্ট চোখের ভাষা।
মনের মাঝের লিখে রাখা অনেক ভালোবাসা।

হয়তো তোমায় ভালোবেসে করেছিলাম ভুল,
তাইতো এখন দিচ্ছি সেই ভুলেরই মাশুল।
ফুল ভেবে তোমারি শুধু করেছিলাম সাধনা।
তাই বোধহয় সৈতে হচ্চে কাটার যন্ত্রনা।

কিছু রাত স্বপ্নের,কিছু স্মৃতি কষ্টের,
s কিছু সময় আবেগের, কিছু কথা হৃদয়ের,
কিছু মানুষ মনের, কিছু ভালোবাসা চিরদিনের।

ভালোবাসি তোমায় আমি ভালোবেসে যাবো,
মনের মধ্যে একটা আশা তোমায় আমি পাবো।

Love Quotes Bangla

আমি গোধূলির টানে দিগন্তের অনেক কাছে।
আমি আরো একটু রঙিন তুমি রয়েছো যে আমার পাশে।
তবু কেমন জানি শুন্যতা এই গোধূলি লগনে।

আমার সাদা কালো পৃথিবীতে কখনো কি তুমি আসবে।
এক মুক্ত রঙ নিয়ে রঙিন করি সাজাতে।
আমার নীরব চোখে যে কবিতা লিখেছি তোমায় নিয়ে।
কখনো কি অনুভবে করতে পারবে?
আমি তোমায় ভাবি আমার শত আবেগী কল্পনাতে।

Love Shayari in Bangla

আমার বড় শত্রূ কে জানো?
আমার বড় শত্রূ হলো আমার হৃদয়,
এটা আমার স্পন্দিত হয় শুধু তোমার জন্য।

মানুষের জীবনে চাওয়ার শেষ নাই, স্বপ্নের সমাপ্তি নেই,
আকুলতার অন্তি নেই, আমার চাওয়া তুমি,
স্বপ্ন তুমি, সব কিছু শুধু তোমার মাঝে,
আমার জীবন শুধু তোমাকে ঘিরে।

তোমার জন্য সইবো আমি কষ্ট সারি সারি,
চাইলেই আমি মুঠোয় ভরে জীবন দিতে পারি,
তোমাকেই করি যে তাই এতো দেখা দেখি,
তোমাকেই ভালোবাসি ও আমার সোনা পাখি।

ঝিরি ঝিরি এই বৃষ্টিতে চলো না তুমি
আর আমি হারিয়ে যাই একসাথে,
কোনো এক স্বপ্নলোকে,
শুধু ভালোবাসি তোমাকে,
কাটিয়ে দিতে চাই সারাটি জীবন।

Bengali Love Quotes

কিছু স্মৃতি যা ভোলা যাই না,
s কিছু কবিতা যা বলা যায় না,
কিছু অশ্রূ যা মুছা যায় না,
তোমাকে ভুলে থাকা যাই না।

ভালোলাগে চোখে চোখ রাখতে,
s ভালো লাগে তোর সাথে পথ চলতে,
ভালো লাগে তোর সাথে স্বপ্নের জাল বুনতে,
আর এই মন চাই তোকে ভালোবাসতে।

মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে।
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধুই তোমাকে।

স্বপ্নের শুরু তোমাকে দিয়ে,
ভালোলাগার প্রথম মুহূর্ত গুলো তোমাকে নিয়ে,
নিঃশব্দ রাত কাটে তোমার কথা ভেবে,
তাই হয়তো এ মনের সব ভালোবাসা তোমায় ঘিরে।

Love Quotes Bangla

যদি তুমি কাউকে ভালোবাসো,
সে যদি তোমাকে ভালো না বাসে,
তাহলে তুমি বিদ্যুত কে ভালোবাস,
দেখবে বিদ্যুৎ তোমাকে
এমন ভাবে ভালোবেসে জড়িয়ে
ধরবে যে কেউ ছাড়াতে পারবে না,
বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো।

ভালোবাসা মানে হাজারো কবিতার চরণ গুলি,
s ভালোবাসা মানে শিল্পীর আঁকা রঙগুলি,
ভালোবাসা মানে সুদূর আকাশের তারাগুলি,
a ভালোবাসা মানে আমাবস্যা রাতে জোসনা পাওয়া,
ভালোবাসা মানে অন্ধ বিশ্বাসে তোমার কাছে যাওয়া,
n ভালোবাসা মানে অভিমানী হয়ে বসে থাকা।

Love Bangla SMS

একটু একটু প্রেম আর একটু একটু সুখ,
এই ভালোবাসা পেয়ে ভোরে যাক আমার বুক।
অনেক সাধনার পর পেয়েছি তোমায়,
তাই তোমাকে আর হারাতে চাইনা কোনো অবেলায়।

বৃষ্টি পরে আকাশ জুড়ে, মন যে কাঁদে তোমার তোরে,
বন্ধু তুমি অনেক দূরে, তোমার লাগি পড়ান যে পুড়ে,
এস তুমি আমার তোরে, বাসবো ভালো জীবন ভোরে।

কিছু বৃষ্টির জল অশ্রু হিসাবে নিলাম,
s কিছু ফুলের কাঁটা ব্যথা হিসাবে নিলাম,
কিছু সুখ নিরদাবি করে দিলাম,
a কিছু দুঃখ ধার হিসাবে নিলাম,
অবশেষে কিছু গোলাপ শুভেচ্ছা হিসাবে দিলাম।

Bengali Love Quotes

তোমায় ভালোবাসা ছিল আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ট কাজ,
আর প্রথমটি ছিল তোমায় খুঁজে বের করা,
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো,
আজ বললাম এবং সারা জীবন বলবো।

প্রেম করেছো তুমি আর মনে দিয়েছি আমি,
তবে কেন এতো অভিমান,
তুমি বিনা বাঁচে না আমার এই প্রাণ,
লাভ ইউ জান।

ভালোবাসা মুখে বলিস,
ভালোবাসা জানিস না,
অন্য মেয়ের সাথে তবে,
করলি কেন আনাগোনা!

আমার চাওয়া গুলো ছিল অনেক ছোট,
চাইলেই পারতে দিতে তোমার ওই মিষ্টি কথা,
জীবনটাও পারতে নিতে। অনেক বেশি বাসতাম ভালো,
সব কোথায় করতাম বিশ্বাস,
বিনিময়ে দিলে তুমি এক বুক অবিশ্বাস।

বিধি তো সব জানো, জানো মনের কথা,
আজওতো পেলাম না আমার বাম পাঁজরের দেখা।
যে আমায় ভালোবাসে পাশে থাকবে সারাটিক্ষণ।
যে আমায় ভালোবাসবে।

Love Quotes Bangla

এক কোটি বছর আগে জন্মেছিলো তোমার জন্য ভালোবাসা,
এখনো অপেক্ষা করে আছি, তুমি ভালোবাসবে বলে,
তোমাকে ধরতে আসেনি এসেছি ধরা দিতে।

ভালোবাসা মানে কষ্টের সিঁড়ি বেয়ে উপরে ওঠা,
s ভালোবাসা মানে গভীর সাগরের অচিন স্রোতে ভাসা,
ভালোবাসা মানে তোমাকে নিয়ে মিছে স্বপ্ন দেখা!

মাটির বন্ধু মেঘ, মেঘের বন্ধু বৃষ্টি,
বৃষ্টির বন্ধু শ্রাবণ,
যে বাঁচিয়ে রাখে সৃষ্টি,
এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি।

বেঙ্গালি প্রেমের উক্তি

প্রশ্ন যেটিই হোক, উত্তর তুমি।
রাস্তা যেটিই হোক, লক্ষ্য তুমি।
কষ্ট যতই হোক, সুখ তুমি।
তোমার সাথে যতই রাগ করি না
কেন, তবুও আমার ভালোবাসা একমাত্র তুমি।

লাভ ইজ বেস্ট যদি করো টেস্ট,
লোভে ইজ বেটার যদি দাও লেটার,
লাভ ইজ বিউটিফুল, যদি হয় সাকসেসফুল,
লাভ ইজ নট মিস যদি করো কিস!

Bengali Love Quotes

বাবু তোমায় ভালোবাসি,
যতদূর আমার পক্ষে থেকে যায়,
তোমার ওই বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে,
দেখতে কি আমায়?

গুণীজন বলেন –
স্বপ্ন ঐটা নয় যেটা ঘুমানোর পর আসে,
বরং স্বপ্ন সেইটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না।

আমি বলি –
প্রিয়জন সে নয় যে কষ্ট পেলে আসে,
প্রিয়জন সেই যে তোমাকে কষ্ট পেতে দেয় না।

আমি তোমার ভালবাসা
করি সেটি কখনও শেষ হবে না।

তোমাকে ভালবাসা খুব সহজ,
তবে তোমার বিনা আমি বাঁচতে পারব না।

Read Our Love Status in Hindi Collection.

We hope have liked this most beautiful Bengali Love Quotes, Love Quotes Bangla, Love Status Bengali, Love Caption in Bengali, Romantic Love Quotes in Bengali. You may also want to see our Love Quotes in Hindi & Love Quotes in English.

You can also find us on Pinterest, Facebook & Instagram.